এখনও আমরা সহ্য করে জেগে আছি, প্রতিটি পক্ষের দর্শনার্থী হয়ে।সৈয়দ তৌফিক উল্লাহ
![]() |
এখনও আমরা সহ্য করে জেগে আছি, প্রতিটি পক্ষের দর্শনার্থী হয়ে।সৈয়দ তৌফিক উল্লাহ |
সহনশীলতা কি একটি অপরাধ? যা আমাদের জাতির নামে প্রতিশ্রুতিবদ্ধ,
অথচ হতাশ এক বুমেরাং বক্ররেখা ইতিহাসে অপেক্ষারত,
পরাধীনতার পর্যবেক্ষণে আশাজাগে এই যেন কিছু ঘটতে পারে।
পরিবর্তনের জন্য পুরোজাতি প্রস্তুত, শুধু অপেক্ষা সময়ের,
দৃশ্যমান কালোহাত মাতৃভূমিতে গণতন্ত্রের টুটিচেপে শক্ত করে ধরে আছে যে হাত,
সেকালো হাত ভেঙে চুরমার করে দেবে।
সেদিন ঠিকই তোদের পা'চাটা প্রশাসনের গুলি,
আমাদের বুকের ছাতি ভেদ করে গেলেও,
আরও বুক পেতে জেগে উঠবে নিপীড়িত জনতার ঢল,
মিছিলে, শ্লোগানে মুখর হয়ে রুখে দেবে গণতন্ত্র হত্যার কালোযুগ।
দেখবো আমাদের রক্তো নিয়ে কত হত্যার হলি খেলতে পারিস,
দেখবো কত মা-বোনদের ধর্ষণ করতে পারো আমাদের লাখো বীরাঙ্গণা প্রস্তুত।
বায়ান্নো, উনসত্তর, একাত্তর অতপর নব্বইয়ের স্বৈরাচার পতন, গুলিয়ে
খেয়েছো ভুলে,
ভুলে গেছো পিলখানা থেকে দেশের সম্পদ লুন্ঠন, ক্রসফায়ার এর নামে
রাষ্ট্রীয় সব হত্যা,
তনু, মিতু, আফছানা হতে আবরারদের কথা, বিচারহীনতার সংস্কৃতির
কথা,
প্রতিনিয়ত বর্ডারে হত্যার কথা, ভোটডাকাতি করে গণতন্ত্রের কথা
কও,
লজ্জা করেনা, সেনাবাহিনী, পুলিশ, জনগণের পিছে লেলিয়ে দিয়ে আর
কতকাল?
আমাদের পুরোজাতি জেগে উঠবেই, ইতিহাসের লজ্জায় নতজানু হয়ে,
তামাশা দেখার দিন শেষ হতে দেরী কি খুব বেশী?
বিশ্ববাসীর কাছে, দেশের জনতার কাছে মুখ দেখাতে ভয় পাও?
সেটা জেনে গেছে শোষীত-নিপীড়িত, অত্যাচারিত, ধর্ষিত, জনতার সাথে,
পিলখানা হতে এই এক যুগের সব খুন-ধর্ষনের শিকার,
আত্মারাও কাঁপিয়ে দেবে, টলিয়ে দেবে পায়ের তলার মাটি।
খুন, গুম, মামলার ভয় একদিন কর্পুরের মত উবে যাবে,
ঘুরে দাড়াবে সব জনতা, কত লাশ পেলে ফিরিয়ে দিবি?
আমাদের বাক-ম্বাধীনতা, মত প্রকাশের ম্বাধীনতা?
আমরা কি এখনও স্বাধীন হইনি, শুধু হাত বদল হয়েছে!
রক্ত দিতে দিতে আমরা অভ্যস্ত, আর কত রক্ত নিবি?
স্বৈরাচারীত ঘৃণায় আমাদের হত্যা করতে গুলি করতে পারাবি,
আমাদের নজরবন্দি করে রাখতে পারাবি,
তারপরও, সাইক্লোন এর মত, আমরা জেগে উঠব।
ঠিক চাঁদের মতো,সূর্যের মতো, জোয়ারের নিশ্চয়তার সাথে,
ঝেটিয়ে বিদায় দেবো, গণহত্যাকারী সরকার, তোর পতন হবে দৃষ্টান্তমূলক,
নাহয় বড়জোর আমাদের মেরেই ফেলবি,
মরতে মরতে ভবিষৎ প্রজন্মকে জানিয়ে দেব একযুগের দুঃশাসন।
জিম্মি হয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যুই শ্রেয়।
আমাদের যন্ত্রণার মধ্যে একযুগের কালো সমুদ্র দেখেছি,
সন্ত্রাস ও ভয়ের জোয়ারে বিষাক্ত চোখ রাঙানির সহ্য শক্তির সাথে,
পূর্বপুরুষদের কাছ থেকে দাসত্বের প্রতিরোধ মণ্ত্র শিখেছি,
সময় হলেই ছিনিয়ে আনবো আমাদের পরাধীনতার মুক্তি!
05/03/2021
Post Comment
1 টি মন্তব্য
❤️❤️❤️
একটি মন্তব্য পোস্ট করুন