বাংলা সাহিত্যের প্রতিষ্ঠানবিরোধী লিটিলম্যাগাজিন ব্লগ

সাম্প্রতিক পোষ্ট

"আমাদের অবশ্যই নিজেকে বাতিল করতে হবে” : সৈয়দ তৌফিক উল্লাহ

"আমাদের অবশ্যই নিজেকে বাতিল করতে হবে” : সৈয়দ তৌফিক উল্লাহ


"আমাদের অবশ্যই নিজেকে বাতিল করতে হবে”


যদি আমাদের জিহ্বা একা কথা বলতে পারত
তাহলে দৃঢ়চিত্তে বাক স্বাধীনতা ফেরত চাইতো।

সংসদে কবিতা  পাঠের আয়োজন হতো,
রক্তে আয়োডিনের নোঁনতা  স্বাদ,
আলোর অন্ধকারে সাথে সাথে মৌলিক আধিকার যেভাবে লুঠ হয়েছিল,
আমরা সেগুলি ছিনেয়ে আনার চেষ্টা করব, 
একে অপরকে খুঁজে পাওয়ার চেষ্টা করব,
শান্তিময় প্রেম করব।

মনখুলে বিনামূল্যে ফ্যাসিবাদের বিরূদ্ধে হাসবো,
তাই নিস্পলক চেয়ে রই শান্তির দিকে,
শতাব্দীর গান শুনুন,
গোঙানি যেন সময়ের উপরে উঠছে।

আমার ভাষার কথা ভাবছি,
শব্দহীন বাকহীন দৈনতা দেখছি,
আমাদের বেঁচে থাকার জন্য।

ওরা কি বাদুড়? রাতের মতো
শহুরে কুকুরও জিজ্ঞাসা করে? 
প্রতিবাদ করো, রাজ পথে নামো।

সময় হয়েছে লুঠ হওয়া সবকিছুর ফিরিয়ে আনার চেষ্টা করব, 
একে অপরকে খুঁজে পাওয়ার চেষ্টা কররি, ঠিক আগের মতন
শান্তি গড়ে তোলা চেষ্টা করার, প্রেম করার।

কোন মন্তব্য নেই