প্রতারণার তত্ত্বগাঁথা
ঘুমঘোরে ক্লান্তিময় দুচোখ ঘৃণায় বুজে যায়
প্রিয় মুখ জেগে ওঠে যাতনায় পাশ ফিরে
ভর করে পাতকীর সম্ভ্রান্ত অসুখের ক্ষত
স্মৃতির লালসায় লুট হয়ে যায় সব শান্তিরদূত।
হাতের ইশারায় সকল আঁধারে
রাত ঢেকে যাবে গাঢ় লজ্জায়,
স্বরোচিত ব্যাথারা ফিরবে ফের।
পাঁপের প্রণয়ে দুর্মূল্য শান্তির জোট হবে,
ঠোঁটেঠোঁটে ভোট হবে চুমুর ব্যালটে
পরাজিত হবে ঘামেভেজা দুজনার শরীর
শীৎকার দিয়ে শ্লোগান মুখরিত নির্জনতা
অপয়া রাতেরা ভেঙে চুরমার হবে,
পাতকির দল ঘাতকের বেশে সেই প্রিয়সুখ ভুলে,
রাঙিয়েছে অচেনা রঙিন মূর্চ্ছনার প্রতারনায়।
প্রতি রাতেজেগে উঠি বারবার, হাততালি, ইর্ষায়, ঘৃণার আলিঙ্গণে জড়ানো হতাশা নিয়ে নিঃসঙ্গ নিস্তব্ধতায়।
নিজস্ব ছায়ার সীমানা ডিঙিয়ে প্রেমিকা ছদ্দবেশী প্রিয়তমার একদিন রঙিন মুখোশ খুলে পড়ে
নক্ষত্র পুঞ্জে উল্কা পাতের মতন আকাশে ছড়িয়ে ছিটিয়ে আমায় হারিয়ে দিয়ে গেছে সে তার অসম চাহিদায়, ক্রমশ দৃশ্যত হয় তার প্রতারণার কৌশল
বোবাকান্নায় হাতড়ে খুজে যাই সবকিছু ক্ষমা করে।
কেউ আগে যায়, কেউ পরে যায় সুযোগ খুজে,
বুঝিয়ে দেয় প্রতারণার তত্ত্বগাঁথা যাবার বেলায়।
সৈতৌউ
০৪/১০/১৯
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন