বাংলা সাহিত্যের প্রতিষ্ঠানবিরোধী লিটিলম্যাগাজিন ব্লগ

সাম্প্রতিক পোষ্ট

প্রতারনার তত্ত্ব

ঘুমঘোরে ক্লান্তিময় ঘৃণায় দুচোখ বুজে যায়
প্রিয় মুখ জেগে ওঠে যাতনায় পাশ ফিরে
ভর করে সম্ব্রান্ত খুনি সুখ ক্ষতবিক্ষত স্মৃতির লালসায়
হাতের ইশারায় সকল আঁধার কেটে হবে দিন
রাত ঢেকে যাবে গাঢ় লজ্জায়, স্বরোচিত ব্যাথারা ফিরবে ফের।
পাঁপের প্রণয়ে দুর্মূল্য শান্তির জোট হবে, ভোট হবে গণতন্ত্রের
রন্ধে রন্ধে পরাধনিতার বীজ দুজনার স্বভাবে পুঁতে ছিল
পাতকির দল তার কতক ভেঙেছি চুরমার করে দিয়ে,
সাজিয়েছি কতক রঙিন মূর্চ্ছনার প্রতারনায়।

জেগে উঠি বারবার, হাততালি, ইর্ষায়, ঘৃণার আলিঙ্গণে জড়ানো নিস্তব্ধতায়।
এগোনোর সবকালে সবযুগে সময়ে-অসময়ে খাবি খায়!

কেউ আগে যায়, কেউ পওে, কেউ যেতেও পারেনা,
কেউবা যেতেই চায়না, নিজস্ব ছায়ার সীমানা পেরিয়ে
নক্ষত্র পুঞ্ছে উল্কা পাতের মতন আকাশে ছড়িয়ে ছিটিয়ে।

কোন মন্তব্য নেই