বাংলা সাহিত্যের প্রতিষ্ঠানবিরোধী লিটিলম্যাগাজিন ব্লগ

সাম্প্রতিক পোষ্ট

লাল চোখ -- সৈয়দ তৌফিক উল্লাহ



দৃষ্টির সীমানা ভেঙে পালিয়ে বেড়ায়
সূর্যমুখীর ক্ষেত হলুদ কামনা নিয়ে
সুমুদ্রতটে লবণের চাষাবাদে
চোখে ময়লা পড়েছে বলে জল ঝরে
ওটাকে অশ্রু বলো না।

ভেঙে ফেলনা আয়না যতই নিজেকে দেখে
মুঠোমুঠো বেঁচে ওঠা আনন্দগুলোই শুধু কাছে রেখে।
ওটা অশ্রু সমেত চোখে
চোখ জুড়ে স্বপ্নময়তা
এই বিলাষীতো স্বৈরাচারিত্ত
অনুভবের ডাগর ডাগর দৃশ্য।
পলকের পুলকিত ঘামে ভিজে যায় পীঠ
চুলের মুঠোয় ধরা আঙুল আদর করে না
কোন নখের আঁচড়ে ক্ষত।
স্মৃতিরভারে হোক না কাতর যত।
23/11/16

কোন মন্তব্য নেই