সময়-অসময় ; সৈয়দ তৌফিক উল্লাহ
পুঁড়ে যাচ্ছে জাতি,পুঁড়ছে আমার স্বদেশী
ক্ষয়ে যায় মেরূদন্ড রক্ত দিয়ে কেনা স্বধীনতা
শ্লোগান মুখর বাংলাভাষী মুখ সেলাই করা ঠোটে
সবকিছুতে রাজনীতি বানিয়ে পদযাত্রার খালিপা চাটে।
ওরা কুকুর-হায়নাও না, হায়নারতো ক্ষিধের স্বার্থ থাকে।
এরা কারা ? আর যাই হোক বাংলাদেশী হতে পারে না,
পিলখানা থেকে হলি আর্টিজোন হামলা, নিজেদের নিজেরা হত্যাকান্ড,
বিশ্বাস করতে কষ্ট হয়, প্রায়শই বর্ডারে গুলিতে বাঙালী খুন,
বিশ্বাস করতে কষ্ট হয়, নিজেদের সাথে নিজেদের ঠকানো,
বিশ্বাস করতে কষ্ট হয়, ধর্মেরনামে মাানুষ করছে মানুষ থুন!
আমি আমাার পূর্ব-পুরুষদের বলতে শুনেছি
আমরা সেই মুক্তিযোদ্ধার ঔরসজাত,,
বীরঙ্গনা আমাদের মা।
আমরা কি আমাদের এই জাতির কথা
অতীতের এত্ত বিজয়গাঁথা।
আমরতো এমন না,
তবে কেন আমরা প্র্র্রায়শই পশুর তান্ডব করি?
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন