বাংলা সাহিত্যের প্রতিষ্ঠানবিরোধী লিটিলম্যাগাজিন ব্লগ

সাম্প্রতিক পোষ্ট

আমার সর্ম্পকে

সৈয়দ তৌফিক উল্লাহ

সৈয়দ তৌফিক উল্লাহ
জন্মঃ ফেব্রুয়ারি ২৬, ১৯৮২, ধর্মসভা, খুলনাযশোর জজকোর্টে বাবার হাত ধরে আইনপেশা শুরু, বর্তমানে খুলনা জজকোর্টে নিয়মিত আইন পেশায়চর্চারত রয়েছেন স্ত্রী এড. সৈয়দা হাসিনা আক্তার মুন্নী আইন পেশায় রয়েছেন ঘুরে বেড়ানো আর লেখালেখির নেশা ছোটবেলা থেকেই ছোটকাগজের সাথে তার নিবিড় সখ্য দ্রোহী এই তরুণ তুর্কী লিখছেন সযতনে,  সচেতনে কবিতার সাথে তার অনবরত বোঝা পড়া, নিরীক্ষা প্রবণতার প্রতি প্রবল ঝোক মানুষের সাম্প্রতিক আচরণের বহুধা রকমফের তার লেখালেখির মৌল উপাদান কারণে সংক্ষুব্ধ মনন সঞ্চারিত হয়েছে বিভিন্ন কবিতায়, মতবাদে, গদ্যে, আইন, মানবাধিকার সহ সমাজের নানান বিষয়ের অসংঙ্গতি বিষয়ে গবেষণায়সমাজ ভাবনায় পেলব হৃদয় ক্ষত-বিক্ষত, আশা-নিরাশার দোলাচলে তবু তিনি আশাবাদি, শব্দের দ্যোতনা অথবা কাঙ্খিত রহস্যময়তার বাইরে সন্তরণে তিনি নির্মাণ করেছেন আলাদা নিজস্ব এক নন্দন।

অবিরাম গতি, যন্ত্রণা, নিঃশব্দ ভয় এবং একাকীত্ব বোধকে সাথে নিয়ে ব্যক্তিগত ও স্বদেশগত চিন্তার সুনিপুণ বিন্যাস,বেনিয়াবৃত্তি, পুঁজির দাসত্ব আর মিডিয়ার অগ্রাসনের বিরোধিতায় ছোটকাগজ আন্দোলনে সৈয়দ তৌফিক উল্লাহ দৃঢ়চিত্তে সক্রিয় রেখেছেন নিজেকে সাধারণ মানুষের আত্মিক সংকট কিংবা যন্ত্রণার সুরোতহাল, হতাশা-ক্লান্তি-শূন্যতা ব্যক্তিসত্তার নৈর্ব্যাক্তিক অনুসন্ধান চিরাচরিত ধারনা থেকে বেরিয়ে কবি খুঁজতে থাকেন এক প্রবাহমান জীবনের গতি প্রকৃতি, ফলশ্রুতিতে তিনি শুধু সুন্দরের প্রতি মোহগ্রস্থ না থেকে অসুন্দরের প্রতিও দূরদৃষ্টি রেখেছেন তার নির্মানকৌশলে ভাষা স্থাপত্যে শুধু নয়, শব্দ প্রয়োগ, বাঁকরীতি, অলঙ্করণ চিত্রকল্পে নিজস্বতার ছাপ রেখেছেন

যেন আগুনের উপর হাত রেখেই যার কবিতার হাতেখড়ি তাইতো তিনি প্রেম, দ্রোহ, নানা সংশয় অসঙ্গতি নিয়ে তির্যক উচ্চারণ তার রচনা সমূহেমসাময়িক বাংলা সাহিত্যে প্রতিষ্ঠানবিরোধী লিটিলম্যাগাজিন সাহিত্যেচর্চার পাশাপাশি আইন পেশায়ও দক্ষতার কাজ করে চলেছেন, সেই সাথে আইন বিষয়ক লেখালেখিতেও সমান পারদর্শি তিনি

প্রতিষ্ঠানবিরোধী লিটিলম্যাগাজিন মুভমেন্ট একমাত্র কবি, যিনিবর্ডারে ফেলানী হত্যার প্রতিবাদে কবিতা লিখেছিরেন কিন্তু তারা বিনা অনুমতিতে দেশের প্রথম শ্রেনীর পুঁজির দাস মিডিয়া প্রকাশ করলে তার  প্রতিবাদে তিনি সেই ইপেপার এর বিরুদ্ধে নিজে বাদী হয়ে যশোর কোর্টে মামলা করেন সি আর -৫০০/১১, এজন্য পুঁজির দাসসেই ইপেপার এর প্রকাশক, সম্পাদক, সাহিত্য সম্পাদক সহ এর সাথে জড়িতরা আদলতে আত্মসর্ম্পণ করে জামিন নিয়ে নি:শর্ত লিখিত ক্ষমা প্রার্থণা করলে তিনি তাদের সতর্ক করে মাফ করে দেন

নির্ভীতচারী, প্রচারবিমূখ, নিঃসঙ্গতা প্রিয় প্রতিবাদী এই লেখক রাষ্ট্র, সমাজ, মানবিক আচরণ পর্যবেক্ষণ করে লেখালেখি নিয়ে নিরিক্ষা করে সৃষ্টি করে চলেছেন অপ্রাতিষ্ঠানিক নিস্তব্ধতার অনুকর্ষী ক্রিয়াগুলির নিপুণ ধারাপাত। 

দুই বাংলার প্রতিষ্ঠানবিরোধী লিটিলম্যাগ ওয়েবম্যাগাজিন  প্রতিশিল্প, জংশন,দ্রষ্টব্য, করাতকল,শাব্দীক, শূন্যস্থান, কামারশালা, শ্লোক, শিং, মধ্যবিত্ত সহ প্রতিষ্ঠানবিরোধী ছোটকাগজেই নিয়মিত লেখালেখি করছেনপ্রতিষ্ঠাতা উদ্যেক্তা, যশোররোড,বাংলাভাষার প্রতিষ্ঠানবিরোধী  ওয়েবম্যাগাজিন।


প্রকাশিতগ্রন্থ:

কাব্যগ্রন্থ :

পর্যন্ত প্রকাশিতকাব্যগ্রন্থ তিনটি:  

. আত্মদ্রোহ (SELF FREEDOM) তিনি নিজেই,২০০৪ সনে, একুশে বইমেলা, ঢাকা

. আগুনমালার পাঠ (ISBN:973-98433-2788-8) প্রতিষ্ঠানবিরোধী ছোটকাগজ প্রকাশনাপ্রতিশিল্প” হতে, ২০১১ সনে, একুশে বইমেলা, ঢাকা

. শাস্ত্রকাণা (SHASTROKANA,ISBN:973-984-34-3822-5) প্রতিষ্ঠানবিরোধী ছোটকাগজ প্রকাশনাকরাতকল” হতে২০১৮ সনে, একুশে বইমেলা, ঢাকা

তিনটি -বই প্রকাশিত হয়েছে:

১. অনুভূতিবাদ(Feeling-ism-the-philosophy-of-TOTALITY) জীবনদর্শন বিষয়ক মতবাদ,Title ID: 3782373, ISBN-13:978-1469980195, published by Create Space, An Amazon Company in December 2012, 

. A collections of Juvenile case study and research article based on Human Rights, Border Killing and Cyber Crime named 'Reality & Fictions’ ISBN-978-1-304-13972-6) published by ‘Lulu.com’ and published in 2011,

. An analysis of research work based on Police remand and the desecration of human fundamental right of Bangladesh by Adv. Sayed Taufiq Ullah, Published by Flippingbook Online, 2020.ISBN:978-123-45-6789-7 in 2020,

Profile link:https://forms.gle/skkNuB4fvhWxn44P8