বাংলা সাহিত্যের প্রতিষ্ঠানবিরোধী লিটিলম্যাগাজিন ব্লগ

সাম্প্রতিক পোষ্ট

দৃষ্টিআকর্ষন

<দৃষ্টিআকর্ষন>

#মহামান্যপ্রধানবিচারপতিমহোদয়,
#মাননীয়প্রধানমন্ত্রীমহোদয়,
 #মাননীয়আইনমন্ত্রীমহোদয়,
সহ সকল সংশ্লীষ্ট কতৃপক্ষবৃন্দের প্রতি।

অবিলম্বে নিন্ম আদালত সমূহে করোনাভাইরাস সংক্রমণ রোধের জন্য কিছুদিনের জন্য বন্ধ করা হোক। বিচারকগণ, আইনজীবীগণ ও বিচারপ্রার্থীরা আক্রান্ত হলে দায় সরকারকেই নিতে হবে। ইতিমধ্যে ৩০ জন বিচারক কোয়ারেইন্টানে আছেন।

সারাবিশ্বের উন্নত দেশগুলো যখন মানবিক কারনে সব কিছু সাময়িক বন্ধ করেছে, রাষ্ট্র গুলো জনগনের জীবনের নিরাপত্তা নিশ্চীত করতে কত কিছুই না করছে।

আমার রাষ্ট্র কি আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চীত করতে মানবিক হবেন না। আমরা যারা আইনী পেশায় আছি আমাদের করোনাভাইরাসে কেউ আক্রান্ত হলে
রাষ্ট্রকেই দায়ীত্ব নিতে হবে।

সাংবিধানিক ভাবে প্রজাতন্ত্রের মালিক জনগণ। সরকার বিষয়টি মাথায় রাখবেন আর মাননীয় মন্ত্রীগন দায়ীত্বশীল মন্তব্য করবেন। আপনাদের কিছু মন্ত্রীদের হাস্যকর পাগলের প্রলাপ সুলভ বালখিল্য মন্তব্য সরকারের ভাবমূর্তি বিনষ্ট করছে।

তাই আইনজীবী হিসাবে এটা আমার মানবিক আবেদন।

এড. সৈয়দ তৌফিক উল্লাহ
জজকোর্ট, খুলনা
https://stullah.blogspot.com/

কোন মন্তব্য নেই