বাংলা সাহিত্যের প্রতিষ্ঠানবিরোধী লিটিলম্যাগাজিন ব্লগ

সাম্প্রতিক পোষ্ট

আত্ম বিলাপ



কি লিখব, কোন বিষয়ে লিখব!
প্রতিদিন ধর্ষিত হচ্ছে আমার মা,বোন,মেয়ে, বলৎকার হওয়া কোমলমতি শিশুদের কথা, প্রকাশ্য খুন হওয়া, চাকারতলে পিষ্ট হওয়া, সুদ, ঘুষ, চাঁদাবাজী,নৈতিক চরিত্র নষ্টদের কথা।

নাকি
বর্ডারে হত্যা, ক্রস ফায়ার, অবৈধ জমি দখল, নদী দখলকারীদের কথা।

নাকি
দাবানলে পুঁড়ে যাওয়া আমাজনে গাছেদের, পশুদের কান্নার কথা। ধ্বংস হবার পথে সুন্দরবনের কথা।

নাকি
ধর্মের ঠিকাদার বাটপারদের কথা।

নাকি
অধিক মুনাফা লাভের আশায় মজুদদার, মেয়াদ উত্তীর্ণ পণ্য ব্যাবসায়ী, খাদ্যে ভেজালকারীর কথা।মাদকের গডফাদারের কথা।

নাকি
প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় যুবতীর স্তন কেটে দেবার কথা।

নাকি
রাজনীতি নামক চকচকে ব্যাবসার কথা। সামাজিক নিরাপত্তা ও বিচারহীনতার কথা।

প্রেম,  সবুজ প্রকৃতি, সাদা মনের মানুষ আজ কোথায়,
গোয়াল ভরা গরু, পুকুরভরা মাছ, মাঠভরা ফসলের ক্ষেত, সরল জীবনাচরণ কই হারিয়ে গেল।
এর নাম কি স্বাধীনতা, যার জন্য লক্ষ প্রাণ দিয়েছি আমরা।

কি নিয়ে লিখব
কেউ জানে না কখন কে যে স্বৈরাচারী হবে!
এদের নিয়ে লিখব।

লালসার দাসত্বে, পুঁজিবাদের নব্যতন্ত্রে মানবিকতায় গ্রহণ লেগেছে, গ্রাস করছে সহজাত প্রবৃত্তি, এ দায় আমাদের।

সময় হয়েছে এসবের বিরুদ্ধে আমাদের রুখে দাড়ানোর। মত প্রকাশের অধিকারে কারারুদ্ধ হবার ভয়ে চাটুকারিতার খোলস ছাড়ুন। সামাজিক ফরমায়েশি জীবনের এত লোভ, খ্যাতির জন্য, টিনের মেডেল এর জন্য যে নিজের আত্মা কেও বিক্রি করছে।

রাতে চোখ বুজলে এসব আমাকে তাড়া করে, বুদ্ধিবৃত্তিতে হানাদারের মত ছোবল মারে
পত্রিকা পড়তে ভয় হয়, সংবাদ শুনে আৎকে উঠি, পাশের মানুষ এই বুঝি বুকে ছুরি ঢুকিয়ে দিল!
বিশ্বাস, সততা, যোগ্যতা আজ প্রত্নবস্তু।

আমার স্বাধীন সত্তা অদৃশ্য ক্ষতবিক্ষত হয়, অনুভাব বেদনাময়,  কি চীন্তার বিকাশ ঘটবে, এই আতংকের উপত্যকায়।

হৃদয়ে রক্ত টগবগ করে, শিরায় শিরায় পিরহানাদের আবাস,  ফুসফাসে অবধে প্রবেশ করছে কার্বন, কানে বাজছে  কান্নার শব্দ, দূর হতে ভেসে আসে ক্ষীণ স্বরে বাঁচাও,  কি করে লিখব, কি লিখবো!
তাই লেখার ক্ষমতা হারিয়ে যায় আমার!


সৈতৌউ
৩০/০৮/১৯

কোন মন্তব্য নেই