বাংলা সাহিত্যের প্রতিষ্ঠানবিরোধী লিটিলম্যাগাজিন ব্লগ

সাম্প্রতিক পোষ্ট

আগে যদি জানতাম:সৈয়দ তৌফিক উল্লাহ



আমি মিথ্যেবাদী রাখাল ছেলেটি সেই
জলরঙ আমার নতুন দেয়াল ছিল আজ নেই।
রক্তজবার লালে তুলছে গোখরা ফণা।
আমাদের আবার এক হবার নিয়ম নেই জানা।
জীবনের ক্যানভাসে আঁকছে বেখেয়ালি হিসেব- নিকেশ।
কেউ জানে না কোথায় তোমার আমার শুরু, কোথায় গিয়ে হবে শেষ।
বন্ধ হোক হতাশার মায়াজাল,
বন্ধ হোক তোমার- আমার মনের হরতাল।

কোন মন্তব্য নেই