তোমায় খুজছি, কেন শুনছোনা। সৈয়দ তৌফিক উল্লাহ
মাগো তোমায় খুজছি তোমায় খুজছি
তুমি শুনছো না!
প্রিয়তমা আমি তোমায় খুজছি তোমায় খুজছি, তুমিই শুনছো না।
তোমার জন্য পথ চেয়েছে কত বীরঙ্গণা!
তোমার জন্য হতাশা কেন? এই দীব্যকালে, বেশতো দেখিয়েছিলে
বায়ান্নোর ভাষা আন্দোলনে,
একাত্তর এর মুিক্তযুদ্ধের রণে।
মাগো তবুও তুমি কি শুনছো না!
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন