বাংলা সাহিত্যের প্রতিষ্ঠানবিরোধী লিটিলম্যাগাজিন ব্লগ

সাম্প্রতিক পোষ্ট

অস্পষ্ট গানের শেষ জ্যা

অস্পষ্ট গানের শেষ জ্যা


প্রকৃতির কাঁদছে, কাঁদুক;
মানুষ মরছে, মরুক; 

আমাদের শান্তি বোঝায়, যা দামের বাইরে
আগুনের জমিন পুনরুদ্ধার, সবুজ করে তোলে
দূরত্বের বেড়া তৈরি করি, শত্রুকে দূরে রাখতে
যে কখনও অর্থ, বা বস্তুগত সামগ্রীর জন্য পোড়ে না।

তাই মহামারী আর মহাউৎসব এক হয়ে যায়
প্রতিদিন সকাল থেকে রাত অবধি মানুষের ভিড়
সুরক্ষা কবচ গুলে খাওয়ালেও মানবিক বোধজাগে না
ঢপের নীতি কথায় স্বদেশ শাষনে স্ববিরোধীতা চলে না
বে‘নজির বেহাইয়পণা তবু আমাদের পিছু ছাড়ে না।

নিরর্থক স্থানান্তর আরও গভীরে ডুবে যায়
আমাদের নিজস্ব বিচ্ছিন্নতা নিশ্চিত করে
আমরা একটি ডুবন্ত পৃথিবীর ভয়ঙ্কর সময় অনুভব করছি‘না?
তবু কেন আমরা আবার বেঁচে থাকার মতো স্বপ্ন দেখি!

ফ্যালফ্যাল করছে আমাদের বাঁচা-মরা
অন্ধকার মাধ্যমে গভীর উষ্ণতা নিয়ে
সংক্রমিত করছে শেষবারের মতো পৃথিবীর যত শুভ্রতা
অপ্রত্যাশিত নিখুঁতভাবে সবাই হঠাৎ কফিনটি বন্ধ করে দেয়।

<সৈতৌউ>
22/05/20

কোন মন্তব্য নেই