বাংলা সাহিত্যের প্রতিষ্ঠানবিরোধী লিটিলম্যাগাজিন ব্লগ

সাম্প্রতিক পোষ্ট

নষ্টালজি


নষ্টালজি

কাঁটাতারে বীধে যায়  আটপৌরে শাড়ীপরা
মেয়েটির আলতা মাখা'পা
দু'ফোটা রক্ত ঝরে।

তবু নির্বাক নয়নে ব্যাথাময় মুখে হাসি টেনে
প্রতিদিন ছুতে দেয় শরীর,
ছুয়ে যায় চেনা-আচেনা ঢঙে
আট কুঠরি নয় দরজা জুড়ে।

দুর্বা ঘাস আছে যত আমায় দাও ঢলে মলম বানাই,
মেয়ে তোমার ক্ষত সারাবার কালে।

শুধো তোমার অশরীরি নিয়ে
আকাশ দিয়েছি ছুঁয়ে।

To read more about Little Magazine Movement poetry click here .

কোন মন্তব্য নেই