বাংলা সাহিত্যের প্রতিষ্ঠানবিরোধী লিটিলম্যাগাজিন ব্লগ

সাম্প্রতিক পোষ্ট

ভালবাসার কবিতা





প্রেম

প্রেমকে প্রেম আর প্রেমিকাকে প্রেমিকা করে সারা জীবন পেতে চাইতে।
বউ খুঁজে আনতে বলি প্রেমিকাকে। সে কি রাগ তার;
প্রেমিকা যদি বউ হয় তবে কি প্রেমিকা থাকবে সে?
দাম্পত্য ঢুকে যাবে প্রেমে। যাই বলো ভাই বউ কখন প্রেমিকা
হয় না। প্রেমিকা বউ হয় না। বউতো বউ-প্রেমিকা তো প্রেমিকা।

আমি বলি প্রেমিকা। বর খুজে দেব তোকে। আমরা
সারাটা জীবনের প্রেমিক-প্রেমিকা হবো। দুজনেরই বউ হবে।
বর হবে। সংসারও হবে। প্রেমও হবে।


বর্ষা মাখামাখি

দেখেছি তারে সর্ষে ক্ষেতের আলে বর্ষায় ভিজে,
চোখ ও পাপড়ি বিন্দু-বিন্দু জল গড়িয়ে, ঠোঁট বেয়ে, চিবুক ঘেঁষে
কেঁপেছিল শীত নিজেকে জড়িয়ে ধরে, চা-পাতি রঙের শাড়ি আঠুলে কাদা মেখে
চটির ফিতে ছিঁড়ে যেতেই ছুঁড়ে ফেলে দিলে তাকে;
নগ্নপায়ে নূপুর ছিল না, তবু মাটির ছোঁয়া পেতে,
বুকের সবটুকু নিক্কন হয়ে, বাঁজালে কাশফুল দিনে।

আমি তো ভেবেছিলাম বর্ষা হবো, তার নাকে মুক্ত হয়ে জমে যাব,
ঠোঁটে গড়িয়ে পড়ব। কিন্তু যখন তুমি কাঁপছিলে,
উষ্ণতা পেতে হাত বাড়িয়ে দিলে, তখন বড্ডো সাধ হল উষ্ণতা হবো;
আরো কত কি ইচ্ছে হল; ক্ষেতের আইল হবো
যে পথ দিয়ে নগ্ন পায়ে হেঁটে গিয়েছ, সে পথ হবো
ভেজা শাড়ি হবো, হাতের চুড়ি হবো, কত কী...
ভাবি, এ বর্ষায় আজো সে কি ভেঁজে
আজ কি সে খালি পায়ে হাঁটার স্বপ্ন দেখে

আমি দেখি, তার সাথে তবু ভিজি; উষ্ণতা পেতে
জড়িয়েই তাকে ধরি! সে কি ভেজে না, সেকি জানে না!

ভিজতে-ভিজতে আমাকে ভিজিয়ে ফের চলে যায়

আমি তোর লাগি বসে থাকি সর্ষে ক্ষেতের আলে
সে আসবে, সে ভিজবে, নগ্নপায়ে আমার দিকে
দুটি হাত বাড়িয়ে বলবে, 'তুমি ভিজবে না!'



জলস্নান

ছুঁই ছুঁই বলে ছোঁয়া হয় না
ছুঁতে পারে না মন দিতে দেয় ছুঁতে-না
আলোক ঋণ জড়ানো ওড়না চুয়ে গড়িয়ে
টুপুস-টাপুস জল স্নানে জল চুমু

ছঁ্যাদলা পড়া রোদ সিথানের ভাজে ছড়িয়ে পড়ে
ঘুম মেঘ রাঙিয়ে দে নিড়ানী বাসি চুলে
এভাবেই চোখ তাকিয়ে অনেক্ষণ
ছঁড়ে দেয় শরীর সমস্ত পোশাক

জল গড়িয়ে জল হয়
টুপুস-টাপুস জলস্নানে জল।


শীৎকার

আহত সকাল নিভু রোদ
আকাশের সীথানে পূবকোণে
লজ্জায় সূর্য উকি দিয়েছে ওই,
ষড়রিপুর ষোলকলা পূণ্য গুলো কই!

কেউ দেখেনা কেউ বোঝেনা কোন যাতনায় পোঁড়ে, ফসিল হয়ে বুকের উপর ছেনীর আঘাত ফোঁড়ে।

রাতের পর রাতের ভীড়ে
নিজের নীড়ে,
তোমায় আদর করবো বোলে,
আমায় বেহিসাবি ফুরিয়ে ফেলোনা,
খেলার ছলে আমায় নিয়ে খেলোনা ভুলে!
আমি আগুন গরম তাই, বরফশীতল হয়ে,
গুমরে খেই হারাবে নয়তো যাবে ক্ষয়ে।

ভাঁপ ওঠা গরম ভাতের ধোয়ায়
ঝাপসা ঝাপসা তোমার মুখচ্ছায়ায়
http://jessore-road.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/

কোন মন্তব্য নেই